রোববার থেকেই অ্যাপলের অনলাইন আইবুকস্টোরে পাওয়া যাচ্ছিল ওয়াল্টার আইজ্যাকসন রচিত জবসের এই আত্মজীবনী। তবে সোমবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন বইয়ের দোকানে শুরু হয়েছে এর বিক্রি।
স্টিভ জবসের আত্মজীবনী কেনার কারণ বর্ণনা করতে গিয়ে একজন পাঠক জানিয়েছেন, ‘বইটি কিনলাম, কারণ আমি স্টিভ জবস সম্পর্কে জানতে চাই। জানতে চাই তাঁর উদ্ভাবিত প্রযুক্তিপণ্যগুলো সম্পর্কে। জানতে চাই, তাঁর উদ্ভাবিত প্রযুক্তিগুলো কীভাবে মানবসভ্যতাকে বদলে দিল।’
এদিকে, অ্যাপলের অনলাইন আইবুকস্টোরের পাশাপাশি স্টিভ জবসের আত্মজীবনী পাওয়া যাচ্ছে অ্যামাজনের কিন্ডলেও। অ্যামাজনের তরফ থেকে জানানো হয়েছে, তাদের বিক্রির তালিকায় একদিনের শীর্ষস্থানে উঠে গেছে জবসের আত্মজীবনী। প্রতিষ্ঠানটি বলেছে, কোনো সন্দেহ নেই মহান প্রযুক্তিবিদ জবসের আত্মজীবনী এ বছরে বিক্রির রেটিংয়ে শীর্ষেই থাকবে।
এদিকে জবসের আত্মজীবনীর কিছু অংশ বিভিন্ন বার্তা সংস্থার মাধ্যমে এরই মধ্যে জেনে গেছে অনেকে। তিনি বিল গেটসকে ‘আইডিয়া চোর’ হিসেবে বিবৃত করায় এই বইটির প্রতি মানুষের আগ্রহ আরও বেড়েছে।
আত্মজীবনীর অনেক জায়গাতেই এমন কিছু কথা উঠে এসেছে, যেগুলোর মাধ্যমে স্টিভ জবস সম্পর্কে সত্যিকারের ধারণা পেতে পারে সবাই। জানতে পারবেন বিভিন্ন ধরনের ব্যক্তিগত বিষয় এবং সুখ-দুঃখ ও হাসি-কান্না সম্পর্কে।
আত্মজীবনী লেখক আইজ্যাকসন ৪০টি সাক্ষাত্কারের মাধ্যমে জবসের আত্মজীবনী রচনা করেছেন। তিনি জবসের সঙ্গে সর্বশেষ মিলিত হয়েছিলেন গত আগস্টে। রয়টার্স। protohm alo
0 comments:
Post a Comment