১৯৪৭ সালে ২১ বছর বয়সে প্রথম বিয়ে করেন ডাচেস অব আলবা। বর ছিলেন লুইস মার্টিনেজ ডি ইরুজো আর্তাজজ। সেই বিয়ে ছিল খুবই জাঁকালো। এক হাজার অতিথি এসেছিলেন বিয়েতে। ডাচেস অব আলবা বিয়েতে তখনকার ১৫ লাখ ডলার সমমূল্যের গয়না পরেছিলেন। নিউইয়র্ক টাইমস তাদের এক প্রতিবেদনে এ বিয়েকে রাজতন্ত্রের অবসানের পর স্পেনের সবচেয়ে বড় সামাজিক অনুষ্ঠান হিসেবে আখ্যা দিয়েছিল।
গতকাল ডাচেস অব আলবার উপাসনালয় সেভিয়ায় অবস্থিত ১৫ শতকের তৈরি প্লাসিও ডি লাস ডুয়েনাসে বিয়ে অনুষ্ঠিত হবে। বিয়েতে মাত্র ৩০-৬০ জন অতিথি উপস্থিত ছিলেন।
এই বিয়েতে রাজি ছিলেন না ডাচেসের সন্তানেরা। এ ব্যাপারে তিনি এক মন্তব্যে বলেছিলেন, ‘তারা চায় না আমি বিয়ে করি। কিন্তু তারা আমার চেয়ে বেশিবার সঙ্গী পরিবর্তন করে।’
গিনেস বুুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, অন্য যে কারও চেয়ে সরকার স্বীকৃত পদবির দিক দিয়ে অনেক বেশি এগিয়ে আছেন ডাচেস অব আলবার। তাঁর পূর্ণ নাম মারিয়া ডেল রোজারিও কায়েতানা আলফনসা ভিক্টোরিয়া ইউজিনিয়া ফ্রান্সিসকা ফিতজ-জেমস স্টুয়ার্ট ডি সিলভা। তিনি সাড়ে ৩০০ কোটি ইউরো (৪৭০ কোটি ডলার) সম্পদের মালিক। বিবিসি।
0 comments:
Post a Comment