মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পটি হয়েছিল মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাজুড়ে ১২০২ সালে। লোকক্ষয়ের দিক দিয়ে সেই ভূমিকম্পকে আজও ছাড়িয়ে যেতে পারেনি অন্যগুলো। সেই ভূমিকম্পে মারা গিয়েছিল প্রায় ১০ লাখ মানুষ। কেবল মিসরের রাজধানী কায়রোতেই প্রাণহানি ঘটে এক লাখেরও বেশি মানুষের।
দীর্ঘস্থায়ী ভূমিকম্প
বেশির ভাগ ভূমিকম্পের স্থায়িত্ব হয় এক থেকে দেড় মিনিট। কিন্তু ১৯৬৪ সালের ২৭ মার্চ যুক্তরাষ্ট্রের আলাস্কাতে সংঘটিত এক ভূমিকম্পের স্থায়িত্ব ছিল পাঁচ মিনিট। রিখটার স্কেলে এই ভূমিকম্পটির মাত্রা ছিল ৮ দশমিক ৬। লোকক্ষয় কম হলেও তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রায় ৪৫০ মিলিয়ন মার্কিন ডলার।
শক্তিশালী ভূমিকম্প
ভূমিকম্পের শক্তি নিরূপণ করা হয় রিখটার স্কেলে। এই স্কেলে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি ছিল এ বছরের ১১ মার্চ জাপানের পূর্ব উপকূল তোহুকুতে। ‘গ্রেট ইস্ট জাপান আর্থকোয়েক’ নামে পরিচিত এই ভূমিকম্পটি ছিল রিখটার স্কেলে ৯ মাত্রার। ভূমিকম্পের পর সংঘটিত হয় ভয়াবহ সুনামি। ওই সুনামির ১৩৩ ফুট উঁচু ঢেউ ক্ষয়ক্ষতি ঘটায় বিপুল সম্পদের। এতে আক্রান্ত হয় জাপানের পারমাণবিক চুল্লি। ১৫ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এই ভূমিকম্পে।
‘বুক অব ফ্যাক্টস’ অবলম্বনে তানজিলা ইউছুফজাই
0 comments:
Post a Comment