লাইট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, লাইট্রো ক্যামেরায় আগে ছবি উঠিয়ে পরে ফোকাস ঠিক করে নেয়ার প্রযুক্তি রয়েছে। এ প্রযুক্তিতে ছবি ওঠানোর সময় ক্যামেরা পুরো লাইট-ফিল্ড রেকর্ড করে রাখে। পরে সেখান থেকে ফোকাস ঠিক করে নেয়া যাবে।
লাইট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যামেরাটি বাইরে থেকে দেখতে মসৃন, দুই টোনবিশিষ্ট ৪.৪ লম্বা এবং ১.৬ বর্গইঞ্চির একটি বাক্স। এ ক্যামেরাটির এক পাশে রয়েছে লেন্স আর অপর পাশে এলসিডি টাচ-স্ক্রিন ডিসপ্লে। আর বাক্সের পাশগুলোতে রয়েছে পাওয়ার এবং শাটার বাটন, ইউএসবি পোর্ট টাচ-সেনসিটিভি স্ট্রাইপ যার মাধ্যমে লেন্সকে ৮এক্স পর্যন্ত জুম করা যাবে।
লাইট্রো কর্তৃপক্ষ আশা করছে, নতুন এ ক্যামেরা লইট-ফিল্ড ফটোগ্রাফির ক্ষেত্রে প্রযুক্তিটাই পাল্টে দিতে সক্ষম হবে।
আগামী বছর তিনটি মডেলে বাজারে আসবে লাইট্রো ক্যামেরা। দাম পড়বে ৩৯৯ ডলার।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/
0 comments:
Post a Comment