সম্প্রতি হ্যারল্ড ভবিষ্যদ্বাণী করেন ২১ অক্টোবর পৃথিবী ধ্বংস হবে। এর আগে তিনি ভবিষ্যদ্বাণী করেন ২২ মে পৃথিবী ধ্বংস হবে। এবারে কী ঘটবে সেই অনুমানটা পৃথিবীবাসীর ওপরই ছেড়ে দিয়ে হ্যারল্ড চলে গেলেন আত্মগোপনে।
হ্যারল্ড এর আগেও তিনবার পৃথিবী ধ্বংসের দিন-তারিখ বাতলালেও ফলেনি কোনোটিই। ২১ অক্টোবর বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংস হওয়ার ভবিষ্যদ্বাণী করে তিনি বলেছিলেন, ‘আমি গবেষণা করে দেখেছি খুব শিগগিরই নীরবে পৃথিবী ধ্বংসের সময় এগিয়ে আসছে। এই অক্টোবর মাসের ২১ তারিখের মধ্যেই এ ধ্বংসযজ্ঞ ঘটে যেতে পারে।’
হ্যারল্ড এ বছরই একবার ঘোষণা দিয়েছিলেন, ২১ মে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সে সময় হ্যারল্ডের অনুসারীরা তাঁর ভবিষ্যদ্বাণী প্রচারের জন্য বিপুল অর্থ ব্যয় করে। কিন্তু শেষ পর্যন্ত সবকিছুই ভুল প্রমাণ করে পৃথিবী টিকে রয়েছে নিজের মতো করেই। এর প্রতিক্রিয়ায় সে সময় হ্যারল্ড বলেন, বিশ্ব টিকে থাকায় তিনি হতভম্ব।
0 comments:
Post a Comment