গবেষকরা
দাবী করেছেন, বাস্তবের দুনিয়ায় জৈব কম্পিউটার তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে
গেছেন তারা। জানা গেছে, ডিজিটাল ডিভাইসের জন্য জৈব যন্ত্রাংশ তৈরিতে
ব্যাকটেরিয়া এবং ডিএনএ সংশ্লেষে সফল হয়েছেন তারা। খবর ইন্দো-এশিয়ান নিউজ
সার্ভিস-এর।ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা বলছেন, তারা জৈব প্রাণ থেকে ‘লজিক গেট’ তৈরি করতে পারবেন। এ লজিক গেট অনেকটাই কম্পিউটার প্রসেসর বা যান্ত্রিক চিপ-এর মতো তথ্য প্রসেস করতে পারবে।
গবেষক রিচার্ড কিটনি জানিয়েছেন, ‘লজিক গেট হচ্ছে সিলিকনভিত্তিক সার্কিটের মতো তাত্ত্বিক ব্লক যা তথ্য আদান-প্রদান করতে পারে। লজিক গেট ছাড়া ডিজিটাল তথ্য প্রসেস সম্ভব নয়।’
গবেষকরা জানিয়েছেন, ব্যাকটেরিয়া এবং ডিএনএ বিশ্লেষণ করে তারা সিলিকন সার্কিটের মতো সার্কিট তৈরি করতে পেরেছেন, যার মাধ্যমে জৈব প্রসেসর তৈরি করা সম্ভব হবে বলেই তারা দাবি করেছেন। ই. কোলি নামের ব্যাকটেরিয়া থেকে তৈরি এ লজিক গেটের নাম দেয়া হয়েছে ‘এএনডি গেট’। ‘এএনডি গেট’ ছাড়াও ‘এনওটি গেট’ নামে আরেকটি পদ্ধতি গবেষকরা উদ্ভাবন করেছেন। ‘এএনডি গেট’ এবং ‘এনওটি গেট’ একত্রে মিলে যে ‘এনএএনডি’ গেট তৈরি করে সেটাই জৈব কম্পিউটারের যন্ত্রাংশ হিসেবে ভবিষ্যতে ব্যবহার করা যাবে।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘নেচার কমিউনিকেশনস’ সাময়িকীতে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম



0 comments:
Post a Comment