মনোবিদরা ধারণা করতেন, কাউকে সম্মোহিত বা হিপনোটাইজ করা হলে সে পুরো সচেতন থাকে, কেবল তার মনের পর্দায় যে ছবি দেখানো হয় সেটি ভাসতে থাকে। কিন্তু ফিনল্যান্ডের ইউনিভার্সিটি অফ টার্কু অ্যান্ড আলটো এবং সুইডেনের ইউনিভার্সিটি অফ স্কোভডে-এর গবেষকরা সম্মোহিত অবস্থার প্রমাণ পেয়েছেন এবং তা প্রচলিত ধারণার চেয়ে ভিন্ন বলেই স্বীকার করেছেন।
গবেষকরা বলছেন, হিপনোটিক অবস্থা এবং স্বাভাবিক অবস্থার মধ্যে কয়েক সেকেন্ডের পার্থক্য রয়েছে। এ সময় চোখের জ্যোতির মধ্যে স্বয়ংক্রিয় পরিবর্তন, এবং প্রতিফলন স্বাভাবিক অবস্থার চেয়ে ভিন্ন বলেই গবেষকরা জানিয়েছেন। সম্মোহিত অবস্থায় মনের ভেতর কেবল ছবি ফুটে ওঠে এ ধারণাটি ঠিক নয়।
উল্লেখ্য, বৈজ্ঞানিকভিত্তিতে এই প্রথমবারের মতো সম্মোহনী ক্ষমতার অস্তিত্বকে মেনে নিলেন গবেষকরা।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment