জনি আইভ বলেছেন, প্রয়াত স্টিভ জবস তার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এমনকি তার দেয়া আইডিয়াগুলো বাস্তবে রূপ দেবার জন্য যে উৎসাহ প্রয়োজন তা তিনি স্টিভের কাছ থেকে পেতেন বলেই জানিয়েছেন। তবে, জবস বিষয়ে তার একটা লুকানো কষ্টও ছিলো বলেও তিনি স্বীকার করেছেন। জনি বলেছেন, ‘আমার দেয়া আইডিয়াগুলো স্টিভ জবস এমনভাবে প্রেজেন্টেশনে আনতেন, মনে হতো এটা তারই আইডিয়া। আর এ বিষয়টা আমাকে খুব কষ্ট দিতো।’
এদিকে লেখক আইজ্যাকসনেকে ডিজাইনার জনি আইভ সম্পর্কে স্টিভ জবস বলেছেন, ‘আইভ হচ্ছে একজন শিল্পী, যার প্রবল ‘সেনসিটিভ টেম্পারামেন্ট’ রয়েছে।’
আইভ বলেছেন, ‘জবস যখন আমার আইডিয়াগুলো নিজের মতো করে চালিয়ে দিতো আমার কষ্ট লাগতো। এটা অবশ্য জবস অনুভব করতো। তাই আবার আমাকে উৎসাহ দেবার কাজটাও ঘনিষ্ঠ কন্ধুর মতো নিজেই করতো। আমার নোকবুক ভর্তি আইডিয়া দেখে জবস তার আইডিয়া পছন্দ করে নিতো। তারপর প্রেজেন্টেশনের সময় আমি দর্শক সারিতে বসে দেখতাম, সবার সামনে সে আইডিয়াটাগুলোকে নিজের আইডিয়ার মতোই তুলে ধরতো। আর আমি কিছুই বলতে পারতাম না।’
আইভ আরো বলেছেন, স্টিভ আমার আইডিয়াগুলোও নিজের মতো করে প্রকাশ করার ফলে অ্যাপলের বাইরে অ্যাপলের একমাত্র আইডিয়াদাতা হিসেবেই তিনি আইকন হয়ে ওঠেন। এটা আমাকে কিছুটা পীড়া দিতো। স্টিভ সবই বুঝতেন তবে আমাকে উৎসাহও দিতেন।’
২০১০ সালে আইভ এবং স্টিভ জবস ফরচুন সাময়িকীর কার প্রযুক্তিবিদদের তার্লিকায় স্থান করে নিয়েছিলেন। সেরা সিইও হিসেবে জবস এবং প্রযুক্তির সেরা ডিজাইনার হিসেবে তালিকায় স্থান পেয়েছিলেন তারা দুজন।
উল্লেখ্য, ৫ অক্টোবর মারা গেছেন জবস। জবসের মৃত্যুর পর এবারই প্রথম মুখ খুললেন জোনাথান আইভ। ১৯৮৬ সালে স্টিভ জবস অ্যাপলে ফিরে আসার সময় থেকেই এই বৃটিশ প্রযুক্তিশিল্পী অ্যাপল-এর ডিজাইন বিভাগের নেতৃত্ব দিয়ে আসছেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment