অসলোর সিনটেফ রিসার্চ-এর গবেষকরা ৬ বছর আগে শক্তিসাশ্রয়ী এ লেন্স তৈরির কাজ শুরু করেন। ক্ষুদ্র অপটিক্যাল সিস্টেমে এ লেন্সটিতে অটোফোকাস সুবিধা রয়েছে।
গবেষকরা বলছেন, ক্ষুদে এ লেন্সটি মানুষের চোখের মতো কাজ করতে সক্ষম। মানুষের চোখের পেশিগুলো যেভাবে কাজ করে এ লেন্সের অটোফোকাস পদ্ধতিটিও সেভাবে কাজ করে।
গবেষক ড্যাগ ভ্যাং জানিয়েছেন, লেন্সটি তৈরিতে ব্যবহার করা হয়েছে পাতলা প্লাস্টিক গ্লাস, পলিমার, জেল এবং ধাতব পদার্থ। এগুলোকে ‘স্যান্ডউইচ’ করেই এ লেন্স তৈরি হয়েছে বলে জানিয়েছেন গবেষক ভ্যাং।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment