১৯৫৬ সালে ঐতিহাসিক ডার্টমাউথ সম্মেলনে তিনি সর্বপ্রথম কম্পিউটারের নিজস্ব বুদ্ধিমত্তাসংক্রান্ত বিজ্ঞানকে কৃত্রিম বুদ্ধিমত্তা নামে উপস্থাপন করেন। এ সম্মেলনের মাধ্যমে মূলত ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ কম্পিউটার বিজ্ঞানের একটি সুসংজ্ঞায়িত শাখা হিসেবে যাত্রা শুরু করে। এতে তিনি প্রথম ঘোষণা দেন, যন্ত্র বিশেষ ব্যবস্থায় শিখতে পারে এবং একে শেখানোও যায়।
যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জনকারী স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপক কৃত্রিম বুদ্ধিমত্তাসংক্রান্ত গবেষণায় অশেষ অবদানের জন্য ১৯৭১ সালে কম্পিউটারের নোবেলখ্যাত টিউরিং পুরস্কার লাভ করেন। এ ছাড়া ১৯৯১ সালে তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় বিজ্ঞান পদক লাভ করেন। কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন তত্ত্ব পরিবীক্ষণ এবং এসব তত্ত্ব বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগের জন্য তিনি এলআইএসপি নামের একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষাও উদ্ভাবন করেন। এখনকার জনপ্রিয় প্রযুক্তি ক্লাউড কম্পিউটিং, গ্রিড কম্পিউটিং প্রভৃতি জন ম্যাককার্থি ও বব বিমারের ‘টাইম শেয়ারিং তত্ত্ব’ থেকে অনুপ্রাণিত ও রূপায়িত। —বিবিসি ও উইকিপিডিয়া অবলম্বনে সুজয় দাস
0 comments:
Post a Comment