কেপটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নিলস বার্গম্যান বলেন, ‘শিশুর সর্বোচ্চ বিকাশ নিশ্চিত করতে জন্মের পর কয়েক সপ্তাহ শিশুকে একেবারে মায়ের বুকে রাখা উচিত। এরপর তিন বা চার বছর পর্যন্ত মায়ের সঙ্গেই ঘুম পাড়ানো উচিত।’
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, নবজাতক শিশুদের ওপর গবেষণা চালিয়ে এ ফলাফল প্রকাশ করেছেন কেপটাউন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। এ সময় দেখা গেছে, মায়ের সঙ্গে না থেকে আলাদাভাবে ঘুমালে শিশুদের হূিপণ্ডে তিন গুণ বেশি চাপ পড়ে। এ ছাড়া একা ঘুমানোর সময় ১৬টি শিশুর মধ্যে মাত্র ছয়টি নিরবচ্ছিন্নভাবে ঘুমাতে পারে। গবেষকেরা ধারণা করছেন, ঘুমের এ সমস্যার কারণে বড় হওয়ার সঙ্গে সঙ্গে শিশুদের মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়। ফলে কিশোর বয়সে তাদের মধ্যে আচরণগত নানা সমস্যা দেখা দিতে পারে। protohm-alo
0 comments:
Post a Comment