১৫তম আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে মিসরের সংস্কৃতিমন্ত্রী এমাদ আবাউ গাজী ও কায়রোয় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত আর স্বামীনাথান গত সোমবার আনুষ্ঠানিকভাবে এ মূর্তি উদ্বোধন করেন।
ভারতের খ্যাতিমান ভাস্কর রাম সুতার এ মূর্তি গড়েন। পরে ভারতের সংস্কৃতি সম্পর্কবিষয়ক কাউন্সিল (আইসিসিআর) মিসরের জনগণ ও নতুন সরকারকে এটি উপহার দেয়।
মহাত্মা গান্ধীর এই আবক্ষমূর্তি উদ্বোধনের সময় স্বামীনাথান বলেন, আজকাল প্রায়ই প্রশ্ন তোলা হয়, আজকের বিশ্বেও কি গান্ধীর অহিংস মতবাদের কোনো স্থান আছে? এ বছরের শুরুর দিকে মিসর যে ঘটনা প্রত্যক্ষ করেছে, এতে স্পষ্টতই প্রমাণিত হয় যে শান্তিপূর্ণ পথে অহিংস আন্দোলন শেষমেশ মঙ্গল বয়ে আনে।
প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিকে মিসরে অহিংস আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরশাসক হোসনি মোবারককে ক্ষমতাচ্যুত করা হয়। মিসরের গণতন্ত্রপন্থীদের এ বিজয়কে স্বাগত জানিয়েছে গোটা বিশ্ব।
একই দিনে কায়রোর মাওলানা আজাদ কেন্দ্র গান্ধী, তাঁর জীবন ও বার্তা নামের একটি বিশেষ পুস্তিকা প্রকাশ করে। এতে মহাত্মা গান্ধীর শৈশব থেকে শেষ দিন পর্যন্ত জীবনের নানা উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরা হয়েছে।
গান্ধীর অহিংস মতবাদ ও আন্দোলনের স্বীকৃতিস্বরূপ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ২০০৭ সালে আন্তর্জাতিক অহিংস দিবস ঘোষণা করে। প্রতিবছর ২ অক্টোবর গান্ধীর জন্মদিনে সারা বিশ্বে দিবসটি উদ্যাপন করা হয়। পিটিআই অনলাইন।
0 comments:
Post a Comment