গবেষকরা বলছেন, ভবিষ্যতে বাথরুমের মেঝে সহজেই রূপ পরিবর্তন করতে সক্ষম হবে এবং সমুদ্র সৈকতের বালু বা তুষারঢাকা রাস্তায় হাঁটার অনুভূতি এনে দেবে। বাথরুমের দেয়াল গান শোনাবে এবং এতে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহারের সুবিধাও যোগ হবে।
এছাড়া বাথরুমের আয়নায় দেখা যাবে ভিডিও এবং মেকাপ টিপস। এ আয়না ব্যবহার করে স্মার্টফোনের মতো কলও করা যাবে।
ইউরোপের বাথরুম ব্র্যান্ড আইডিয়াল স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল সম্প্রতি ভবিষ্যতে বাথরুম প্রযুক্তি কেমন হবে সে বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এ প্রতিবেদনে বাথরুম ব্যবহারে মানুষের রুচি এবং আচরণ পরিবর্তনের বিষয়টি তুলে ধরা হয়েছে।
বাথরুম প্রযুক্তি উদ্ভাবক এবং নকশাবিদদের ভবিষ্যত পরিকল্পনা নির্ভর করেই বাথরুমের প্রযুক্তি পরিবর্তন বিষয়ে এ প্রতিবেদন তৈরি হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাথরুম প্রযুক্তি উদ্ভাবকরা শাওয়ারের পর্দায় নমনীয় ডিসপ্লে প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করছেন, যাতে বাথরুমে বসেই ভিডিও দেখার এবং অনলাইন ব্রাউজিংয়ের সুযোগ থাকবে। এ ছাড়াও যোগাযোগ করতে পারে এমন আয়না তৈরির কাজেও সফল হয়েছেন গবেষকরা।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment