গবেষক জেমিনা আসনোথ সিলভিয়া জানিয়েছেন, ব্রেইন মনিটরিং অ্যালার্ম ক্লক নামের ডিভাইস একটি টাইম উইন্ডোর মধ্যেই মস্তিষ্ককে জাগিয়ে দেয়। মস্তিষ্ক যখন জেগে থাকে কেবল তখনই ডিভাইসটি অ্যালার্ম বাজায়, ফলে সকালে সতেজ হয়েই ঘুম থেকে ওঠা যায়।
গবেষক আরো জানিয়েছেন, এ ধরনের ডিভাইস ব্যবহারে সাধারণ অ্যালার্ম ঘড়ির তুলনায় আরো বেশি সতেজ দেখাবে।
গবেষকদের মতে, মানুষের ঘুম হচ্ছে মানুষের মস্তিষ্কের ৯০ মিনিটের একটি চক্র। এ চক্রের আবার বিভিন্ন পর্যায় রয়েছে। যদি মস্তিষ্কের জাগ্রত অবস্থায় অ্যালার্ম বাজনো যায় তবে জেগে উঠতে সুবিধা হয় এবং অনুভূতিতে সতেজ লাগে।
‘বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি’ সাময়িকীর আগামী সংখ্যায় এ গবেষণার ফল প্রকাশিত হবে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment