এ প্রসঙ্গে ভারতের একটি ব্যাংকের কর্মকর্তা জয়িতা সেন বলেন, সময় বদলেছে। নারীরা এখন অর্থনৈতিকভাবে স্বাধীন। আর তাই তারা বিয়েকেই জীবনের একমাত্র লক্ষ্য বলে মনে করেন না। এছাড়া বিবাহ বিচ্ছেদের হার এতো বেড়েছে যে নারীরা আর বিয়ের ওপর খুব বেশি আস্থা রাখতে পারছেন না।
দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, অভিভাবকরাও এখন বিয়ের জন্য সন্তানদের বেশি চাপ দেন না। অনেক বাবা, মা-ই ছেলেমেয়েদেরকে এ বিষয়ে নিজেকেই সিদ্ধান্ত নিতে বলেন।
শিল্পী দীপালি পাটকার বলেছেন, এখন ৩০ বছর বয়সের পরেও নারীদের সন্তান হওয়া স্বাভাবিক। নারীদের ৩৪, ৩৬ এমনকি ৪০ বছর বয়সেও সন্তান হয়ে থাকে। বেশির ভাগ নারীরাই এখন একটি বা দুটি সন্তানের বেশি নিতে আগ্রহী নন। তাই তাড়াতাড়ি সন্তান নিতে হবে এমন চিন্তায় নারীরা তাড়াতাড়ি বিয়ে করতে চান না।
কবিতা পন্ডিত নামে অপর এক নারী বলেন, বিয়ে সফল করতে দুজন নর-নারীর মধ্যে অনেক সমঝোতার প্রয়োজন। কিন্তু আজকের কর্মব্যস্ত যুগে নারী ও পুরুষের এ ধরনের সমঝোতা তৈরি করা কঠিন। তাই দেরিতেই বিয়ে করার পক্ষপাতী ভারতের নারীরা। প্রথম আলো
0 comments:
Post a Comment