রাতে চার্জ দিতে ভুলে গেলে বা ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে কেসটি’র মধ্যে মোবাইল ফোনটি রিচার্জ করতে দিতে হবে। মাত্র ১০ মিনিটেই চার্জ শেষ হবে।
দ্রুতগতির রিচার্জেবল এই ব্যাটারি কেসটি জাপানে অনুষ্ঠিত সিয়াটেক মেলায় দেখানো হয়েছে।
ব্যাটারি কেসটিতে রয়েছে লিথিয়াম-টাইটানেট ব্যাটারি, যা গতানুগতিক লিথিয়াম আয়ন ব্যাটারির চেয়ে দ্রুত চার্জ হয়।
অবশ্য কেসটি ঠিক কবে নাগাদ বাজারে আসবে বা এর দাম বিষয়ে মুখ খোলেনি কর্তৃপক্ষ।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/
0 comments:
Post a Comment