জনস হপকিন্স ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের গবেষকরা জানিয়েছেন, জাদুকরী এই মাশরুমের তৈরি ওষুধ কেবল এক ডোজ সেবনেই হ্যালুসিনেশন তৈরি হয়। তবে এ হ্যালোসিনেশন কেবল কিছু সময়ের জন্য নয় বরং তা স্থায়ী হয়ে যায়।
এ প্রজাতির মাশরুমে রয়েছে ‘হ্যালুসিনোজেন সিলোসাইবিন’ নামের উপাদান যা হ্যালুসিনেশন তৈরি করে। জাদুকরী এ মাশরুম পাওয়া যায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মেক্সিকো এবং থাইল্যান্ডের বনাঞ্চলে।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘সাইকোফার্মাকোলজি’ সাময়িকীতে।
গবেষকদের মতে, ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্বে পরিবর্তন হয় কম। এ সময় মানুষের খোলামেলা আচরণ কমতে শুরু করে। এ সময় অনেকেই বিষন্নতায় ভুগতে শুরু করেন।
জাদুকরী ক্ষমতার এ মাশরুম থেকে তৈরি ঔষধ মানসিক সমস্যা কাটাতে সাহায্য করবে এবং সব সময়ের জন্য খোলামেলা আচরণ নিশ্চিত করবে বলেই গবেষকরা জানিয়েছেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment