শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে জানানো হয়, পাঁচ বছরে অভিবাসনের কোটা পূরণ হয়ে যাওয়ায় বাংলাদেশ ছাড়াও আরো ১৮টি দেশের নাগরিকদের এবার এই লটারির জন্য যোগ্য বিবেচনা করা হবে না। ২০১৩ সালের জন্য এই লটারির আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ৪ অক্টোবর।
লটারির জন্য আবেদনের নিয়ামাবলীতে বলা হয়েছে, ডিভি ভিসার মাধ্যমে বিগত পাঁচ বছরে যেসব দেশের ৫০ হাজার নাগরিক যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়েছেন, সে সব দেশের নাগরিকরা এবার লটারিতে অংশ নিতে পারবেন না।
এ নিয়মের অধীনে বাংলাদেশ ছাড়াও ব্রাজিল, কানাডা, চীন, কলম্বিয়া, ডমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, হাইতি, ভারত, জ্যামাইকা, মেক্সিকো, পাকিস্তান, পেরু, ফিলিপিনস, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য এবং ভিয়েতনামের নাগরিকরা ২০১৩ সালের ডিভি লটারিতে অংশ নিতে পারবেন না।
তবে এবার দক্ষিণ সুদান ও পোল্যান্ডের নাগরিকরা ডিভি ভিসার জন্য আবেদন করতে পারবেন। এছাড়া চীনের মূল ভূখণ্ডের বাইরে হংকং, ম্যাকাও ও তাইওয়ানে জন্মগ্রহণকারীরাও যোগ্য বলে বিবেচিত হবেন।
ডিভি ভিসা প্রক্রিয়া 'কার্যকর ও নিরাপদ' করতে ২০০৫ সাল থেকে ইন্টারনেটের মাধ্যমে ইলেকট্রনিক আবেদন পদ্ধতি চালু করে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রে যে সব দেশের অভিবাসী কম সেসব দেশের ৫০ হাজার নাগরিকককে এবার স্থায়ী অধিবাসী ভিসা দেওয়া হবে। বিশ্বকে ছয়টি ভৌগলিক অঞ্চলে ভাগ করে কম্পিউটারভিত্তিক দৈবচয়নের মাধ্যমে মনোনয়নের কাজটি করা হবে। প্রতিটি অঞ্চলের অন্তর্ভুক্ত কোনো দেশ সর্বোচ্চ ৭ শতাংশ ভিসা পাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
0 comments:
Post a Comment