সিমাটেকের বিশেষজ্ঞরা জানিয়েছেন, ২০১০ সালে সাইবার অপরাধে ক্ষতির শিকার হয়েছেন ৪৩ কোটিরও বেশি মানুষ। সাইবার অপরাধে যে পরিমাণ অর্থের বাজার তৈরি হয়েছে তা বিশ্বজুড়ে মারিজুয়ানা, কোকেন এবং হেরোইন ব্যবসার থেকেও বেশি।
গবেষকরা আরো জানিয়েছেন, বর্তমানে কম্পিউটারের তুলনায় মোবাইলে সাইবার আক্রমণ বেড়ে গেছে। আর আক্রমণের মুখে সবচেয়ে বেশি পড়েছেন ১৮ থেকে ৩১ বছর বয়সীরা।
অনলাইন অপরাধ এবং বাস্তব অপরাধ তুলনা করে সিমানটেকের গবেষকরা বলছেন, ‘সাইবার আক্রমণের শিকার হওয়ার আশংকা করেন এমন লোকের সংখ্যা ১ বছরে তিনগুন বেড়েছে। এদের মধ্যে এক তৃতীয়াংশ মনে করেন বাস্তবে অপরাধের শিকার হওয়ার চেয়ে সাইবার অপরাধে ক্ষতির আশংকা বেশি।’
উল্লেখ্য, সিমানটেক এবারে তাদের নর্টন কম্পিউটার নিরাপত্তা সফটওয়্যার বা অ্যান্টিভাইরাস এর ২০১২ সংস্করণটি বাজারে ছেড়েছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/
0 comments:
Post a Comment