গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে জনসংখ্যা-সংশ্লিষ্ট একটি আন্তর্জাতিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য দেওয়া হয়। পার্টনার্স ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (পিপিডি) চার দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করেছে। কর্মশালায় অস্ট্রেলিয়া, বাংলাদেশ, চীন, মিসর, ভারত, মালি, মেক্সিকো, মরক্কো, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া, উগান্ডা ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। পৃথিবীর জনবহুল ২৫টি দেশের মোর্চা পিপিডি। এর প্রধান কার্যালয় ঢাকায়।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, স্বাস্থ্য ও জনসংখ্যা খাতে বাংলাদেশের অনেক সাফল্য আছে। উন্নত ও অনুন্নত অনেক দেশ বাংলাদেশের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে।
অনুষ্ঠানে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) প্রতিনিধি আর্থার আরকান, পিপিডির সচিব বোনিফাস কেওগি, পিপিডির নির্বাহী পরিচালক হ্যারি এস জোসেরি এবং স্বাস্থ্যসচিব মো. হুমায়ুন কবির বক্তব্য দেন।Prothom alo
0 comments:
Post a Comment