
সেখানে এদের ঘরবাড়ি নির্মাণের জন্য প্রয়োজনীয় উপাদান যেমন- কাদামাটি, মোটা বালু ও সরু বালু রাখা হয়। দীর্ঘ সময় ধরে এদের পর্যবেক্ষণ করে দেখা গেছে, এরা ওই বালু ও মাটির সমন্বয়ে বাড়ির দেয়াল ও ছাদ তৈরি করার সময় দেয়ালে ঘুলঘুলি তৈরি করে। প্রথমে বিজ্ঞানীদের ধারণা ছিল, ঘুলঘুলিগুলো এমনিই হয়তো বালু আর মাটির সংস্পর্শে তৈরি হয়। কিন্তু পর্যবেক্ষণে দেখা গেছে, সেগুলো এরা সচেতনভাবে এবং নিজেরাই তৈরি করে।