উইলিয়াম
শেকসপীয়র তার জীবনে যতো সাহিত্য রচনা করেছেন তার অনুকরণ করছে বানরেরা।
ভার্চুয়াল এ বানরের দল প্রতিনিয়ত টাইপ করছে আর মিলিয়ে দেখছে তা শেকসপীয়রের
সঙ্গে মিলছে কিনা। শেকসপীয়রের সাহিত্যকর্ম ভার্চুয়াল টাইপরাইটারে টাইপ করতে
কোনো মানুষ নয় বরং ব্যবহার করা হচ্ছে বানর। কেবল একটি বানর নয় অসংখ্য
ভার্চুয়াল বানর মিলে টাইপ করে চলেছে শেকসপীয়রের লেখা প্রতিটি অক্ষর। খবর
বিবিসি অনলাইন-এর।ভার্চুয়াল বানর বলা হলেও এগুলো মূলত কম্পিউটার প্রোগ্রাম। যুক্তরাষ্ট্রের প্রোগ্রামার জেস অ্যান্ডারসন এ প্রোগ্রাম তৈরি করেছেন যেখানে অসংখ্য ভার্চুয়াল বানর অ্যামাজনের ইসি২ ক্লাউড কম্পিউটিং সিস্টেমে শেকসপীয়রের সাহিত্যসমগ্র লেখার চেষ্টা চালাচ্ছে।
জেস অ্যান্ডারসন বলেছেন, অ্যামাজন সার্ভারে আপলোড করা বিভিন্ন কোড ব্যবহার করে তৈরি ভার্চুয়াল বানরগুলো তৈরি করা হয়েছিলো হ্যাডুপ নামের প্রোগ্রামিং টুল এবং অ্যামাজনের ওয়েব সার্ভারের ক্ষমতা পরীক্ষার জন্য।
অ্যান্ডারসনের এ ভার্চুয়াল বানরগুলোর মুল কাজ হচ্ছে, প্রতিনিয়ত নয় অক্ষরবিশিষ্ট লাইন তৈরি করা এবং সে লাইনটি শেকসপীয়রের সাহিত্যের কোথাও মিলছে কিনা সেটা পরীক্ষা করে দেখা। মিলে গেলেই সেটি সংরক্ষিত হচ্ছে আর না হলে সেটি মুছে যাচ্ছে।
এখন পর্যন্ত শেকপীয়রের লেখা ‘এ লাভার’স কমপ্লেইন্ট’ কবিতাটি লেখা সম্পন্ন করতে পেরেছে ভার্চুয়াল বানরেরা।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম



0 comments:
Post a Comment