সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকরা সতর্ক করে জানিয়েছেন, সূর্যে তিনটি বড়ো আকারের বিস্ফোরণ ঘটেছে আর সে বিস্ফোরণের প্রভাবে সৃষ্টি হয়েছে সৌরঝড়ের। এ সৌরঝড়টি এখন পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে বলেই আশংকা রয়েছে। খবর রয়টার্স-এর।
গবেষকদের আশংকা, এ ঝড়ের ফলে জিপিএসসহ বিদ্যুৎ ব্যবস্থা বিঘ্নিত হতে পারে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনস্ট্রেশন (নোয়া)-এর স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার-এর আবহাওয়া বিশেষজ্ঞ জোসেফ কুনশে জানিয়েছেন, ‘বিশাল এ সৌরঝড় দ্রতই অগ্রসর হচ্ছে এবং সম্ভবত এটি মাঝারি থেকে শক্তিশালী আকার ধারণ করছে’।
জোসেফ কুনশে আরো বলেছেন, এ সৌরঝড় জিপিএস স্যাটেলাইটগুলোর ক্ষতি করতে পারে। কারণ অতীতের ঝড়গুলোও এ ধরনের বেশকিছু ক্ষতির নজির রেখে গেছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম



0 comments:
Post a Comment