সম্প্রতি বৃটেন রাজপরিবার থেকেই এ তথ্যটি বেরিয়েছে যে, সম্ভব হলে নাসার নভোচারী হবেন প্রিন্স হ্যারি। আর তার নভোচারী হওয়ার খবরটিই সবার নজর কেড়েছে। খবর সিনেট-এর।
জানা গেছে, আগেই এ বিষয়ে একটি প্রতিবেদন ছেপেছিলো রুপার্ট মারডকের নিউজ ইন্টারন্যাশনালের আওতাধীন দ্য সান। তবে, তাদের তথ্যটির পক্ষে কোনো জোরালো যুক্তি ছিলো না। তবে, এবারে প্রথমবারের মতো হ্যারির নভোচারী হওয়ার বিষয়ে মুখ খুলেছেন তার বড়ভাই সদ্যবিবাহিত যুবরাজ উইলিয়াম।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রিন্স হ্যারি নভোচারী হবার স্বপ্ন দেখার কথাও জানিয়েছেন। আর তার স্বপ্ন সফল হবার পথে একধাপ তিনি এগিয়েছেন। ইতোমধ্যে নাসার মহাকাশ প্রশিক্ষণের একটি অংশও তার শেষ করা হয়ে গেছে।
হ্যারি বর্তমানে আফগানিস্তানে সেনাশিবিরে রয়েছেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম



0 comments:
Post a Comment