টেক জায়ান্ট মাইক্রোসফট এবার নামছে পোশাক ব্যবসায়। সেরকমই ইঙ্গিত দিয়েছেন মাইক্রোসফটের প্রোকৌশলীরা। সম্প্রতি মাইক্রোসফটের রিসার্চ এবং এক্সবক্স বিভাগের দুজন কর্মকর্তা মিলে তৈরি করেছেন দ্যা প্রিন্টিং ড্রেস নামে একটি পোশাক যেটিকে মাইক্রোসফটের পক্ষ থেকে প্রযুক্তিপোশাক বলা হচ্ছে। খবর সিনেট-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘দ্যা প্রিন্টিং ড্রেস’ নামের পোশাকটি তৈরি করেছেন মাইক্রোসফটের রিসার্চ বিভাগের কর্মকর্তা আস্টা রোজওয়ে এবং এক্সবক্স বিভাগের শেরিডান মার্টিন স্মল।
জানা গেছে, মেয়েদের জন্য তৈরি এ পোশাকটি অরিগ্যামি নয় বরং তা পরিধেয়। পাশাপাশি এতে প্রযুক্তি অপূর্ব সমন্বয় ঘটানো হয়েছে বলেই মাইক্রোসফটের দাবী। এ পোশাকটি তৈরিতে ব্যবহৃত হয়েছে সাদা-কালো রাইস পেপার। এতে রয়েছে প্রাচীন আমলের টাইপ রাইটারে ব্যবহার করা হতো এমন আকৃতির লেজারকাট বোতাম। একটি ল্যাপটপ, চারটি সার্কিট বোর্ড, একটি প্রজেক্টর ছাড়াও মাইক্রোসফটের আরো অনেক প্রযুক্তি এ পোশাকেই রয়েছে।
মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হয়েছে, এ পোশাকটি ইন্টারনেটে দেখা অনেক পোশাকের বাস্তব রূপ।
বিডিনিউজটোয়েন্টিফোরডটক
0 comments:
Post a Comment