মহাশূন্যে ছড়িয়ে আছে টুকরো মহাকাশযান বা অকেজো স্যাটেলাইটের অনেক জঞ্জাল। এসব জঞ্জাল মহাকাশযাত্রা সহ গবেষণার ক্ষেত্রে অনেক বড় বাধা সৃষ্টি করছে। তাই ইতালির গবেষকরা মহাকাশ জঞ্জাল পরিষ্কার করার এক পরিকল্পনা করেছেন। পরিকল্পনা অনুসারে, গবেষকরা এমন একটি উপগ্রহ মহাকাশে পাঠাবেন যেটি মহাকাশের জঞ্জালগুলোকে একত্র করবে এবং পৃথিবীর বায়ুমণ্ডলে পাঠিয়ে ধ্বংস করে ফেলবে। খবর বিবিসি অনলাইন-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রতি বছর কম খরচেই ৫ থেকে ১০টি জঞ্জাল সরিয়ে ফেলা যাবে।
পরিকল্পনাটি প্রকাশিত হয়েছে ‘অ্যাক্টা অ্যাসট্রোনোটিকা’ সাময়িকীতে।
গবেষকরা জানিয়েছে, পৃথিবীর ওপরেই ১০ সেন্টিমিটার আকারেরও বড় এমন ১৭ হাজারেরও বেশি বস্তু ছড়িয়ে রয়েছে। আর এরচেয়েও বড়ো আকারের জঞ্জাল ভেঙ্গে আরো নতুন জঞ্জাল তৈরি হচ্ছে।
জানা গেছে, ২০০৭ সালে চীন এ জঞ্জাল সরাতে একটি স্যাটেলাইট পাঠিয়েছিলো। কিন্তু সেটি নিজেই জঞ্জালে পরিণত হয়েছে। সম্প্রতি রাশিয়া এবং আমেরিকার পাঠানো দুটি স্যাটেলাইটের মধ্যে সংঘর্ষ আরো জঞ্জাল বাড়িয়েছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটক
0 comments:
Post a Comment