খনন কাজ শুরুর প্রায় আট মাস পর বুধবার সুন্দলপুর গ্যাস ক্ষেত্রে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু হয়েছে বলে জানিয়েছেন সুন্দলপুর তেল, গ্যাস অনুসন্ধান কূপ খনন প্রকল্পের পরিচালক আব্দুল হালিম।
গত বছরের ২১ ডিসেম্বর শাহজাদপুর গ্রামের সুন্দলপুরে সাড়ে তিন একর জমিতে নতুন এ গ্যাস ক্ষেত্রে তেল-গ্যাস অনুসন্ধান কূপ খনন কাজ শুরু করে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।
বাপেক্সের এ প্রকল্পের পরিচালক হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টার দিকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু হয়েছে। ভূস্তরের ১ হাজার ৪০০ মিটার নিচে গ্যাস মিলেছে।
দেশে এত কম গভীরতায় এর আগে গ্যাস পাওয়া যায়নি। এর আগে হবিগঞ্জ গ্যাস ক্ষেত্রে ১ হাজার ৫০০ মিটার নিচে গ্যাস পাওয়া যায়।
হালিম বলেন, জরিপে পাওয়া উপাত্ত ও নমুনা বিশ্লেষণ করে গ্যাস উত্তোলনের জন্য প্রায় ৩ হাজার ৫০০ মিটার গভীর অনুসন্ধান কূপ খননের পরিকল্পনা ছিলো। কিন্তু ১ হাজার ৪০০ মিটারেই গ্যাস পাওয়া গেছে।"
পরীক্ষামূলক গ্যাস উত্তোলনের কাজ আরো দুই-তিন দিন চলবে। এরপর গ্যাসের চাপ পরীক্ষা করে উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ এবং মজুদের বিষয়ে জানা যাবে বলে জানান হালিম।
খনন কাজ উদ্বোধনের সময়ে প্রকল্প কর্মকর্তা হালিম সাংবাদিকদের জানিয়েছিলেন, কূপটিতে পাঁচ থেকে সাতশ বিসিএফ গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ক্ষেত্র থেকে প্রাপ্ত গ্যাস এ বছরের শেষ নাগাদ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/
0 comments:
Post a Comment