গবেষকরা বলছেন, চুলের চেয়েও পাতলা এ ডিভাইসটি মানুষের হৃদস্পন্দন এবং মস্তিষ্কতরঙ্গ পরীক্ষা করতে পারে।
ইউনিভার্সিটি অফ ইলিনয়িস-এর গবেষক জন.এ রজার্স জানিয়েছেন, ডিভাইসটি শরীরে লাগানোর পরে তা ক্ষণস্থায়ী ট্যাটুর মতোই দেখাবে। এটি নড়াচড়া করানো বা দুমড়ে মুচড়ে ফেললেও কোনো ভাঁজ পড়ে না বা ভাঙ্গে না। সংবাদমাধ্যমটি জানিয়েছে, গবেষকরা এ ডিভাইসটিকে বতর্মানে হাসপাতালে ব্যবহৃত যন্ত্রগুলোর বিকল্প হবে বলেই মনে করছেন।
জানা গেছে, এ ট্যাটু তৈরিতে গবেষকরা বৈদ্যুতিক অংশের জন্য ঢেউ খেলানো, সাপের মতো আদলের যন্ত্রাংশ ব্যবহার করেছেন। ডিভাইসটিতে ক্ষুদ্র সৌরকোষ ব্যবহৃত হয়েছে যা পুরো ডিভাইসটির শক্তি যোগায়।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে সায়েন্স সাময়িকীতে।
এটি তৈরিতে হালকা পানি শোষণযোগ্য প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। তাই এটি শরীরে সেঁটে দিতে হালকা পানি দিয়ে চাপ দিতে হবে।
গবেষকরা এটি ই-স্ক্রিন বা বৈদ্যুতিক ত্বকও বলছেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment