যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী শব্দের চেয়েও বিশ গুণ বেশি গতিতে ছুটতে পারে এমনই একটি নভোযান পরীক্ষা করছিলেন। কিন্তু মনুষ্যবিহীন এ বিমানটি সব প্রতিরক্ষা ব্যবস্থা তুচ্ছ করে, সব কিছু ফাঁকি দিয়ে স্রেফ উধাও হয়ে গেছে। গবেষকদের সঙ্গে এ যানটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিছিন্ন হয়েছে। তবে, এটি আবার ফিরে আসতে পারে বলেও গবেষকরা আশা করছেন। খবর বিবিসি অনলাইন-এর।সংবাদমাধ্যমটি জানিয়েছে, ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি( ডারপা)-এর গবেষকদের তৈরি এ নভোযানটির নাম এইচটিভি-২। দ্রুত আক্রমণ করতে সক্ষম এমন অস্ত্র তৈরির পরিকল্পনা থেকেই এ দ্রুতগতির বিমানটির পরীক্ষা চালিয়েছেন গবেষকরা। এটি এক ঘন্টার মধ্যে পৃথিবীর যেকোনো স্থানে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে।
জানা গেছে, বর্ষাফলকের মতো দেখতে যানটি ১৩ হাজার মাইল ওপরে রকেট থেকে বিছিন্ন হবার পর থেকেই নিখোঁজ।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এটি হারিয়ে যাবার আগে মাত্র ৯ মিনিট ডেটা সংগ্রহ করতে পেরেছেন গবেষকরা। তবে, গবেষকরা নিশ্চিত হয়েছেন এটি শব্দের গতির চেয়েও ১৮ থেকে ২২ গুণ বেশি গতিতে ছুটছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম



0 comments:
Post a Comment