টেক্সাস টেক ইউনিভার্সিটি-এর গবেষক ডেভিড লেভেরিংটন জানিয়েছেন, মঙ্গলের নদীতল সহ পুরো পৃষ্ঠে পানির বদলে পাতলা লাভার স্রোত দ্রুতবেগে বয়ে গেছে। এমনটি পৃথিবী থেকে বোঝা সম্ভব নয়।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, মঙ্গল গ্রহের খাদগুলোতে পানির অস্তিত্ব বিষয়ে নতুন এ তত্ত্ব দিতে উচ্চমাত্রার রেজুলিউশনের ছবি এবং মিনারেলোজিক্যাল ডেটা ব্যবহার করেছেন ডেভিড লেভেরিংটন।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে জিওমরফোলজি সাময়িকীতে।
গবেষক ডেভিড লেভেরিংটন আরো জানিয়েছেন, পৃথিবীতে হ্রদ সৃষ্টিতে পানির তোড় বা বন্যা যেভাবে কাজ করে সেভাবেই লাভার বন্যায় সৃষ্টি হয়ে মঙ্গলের নদী, হ্রদ এবং খালগুলো।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment