সংবাদমাধ্যমটি জানিয়েছে, দীর্ঘ এ পেরিস্কোপটি তৈরি করতে ৩.৯ কোটি ভারতীয় টাকা ব্যয় করা হয়েছে। এটি তৈরি করেছে ভারতীয় প্রতিষ্ঠান ভিজুয়াল এডুকেশন এইড লিমিটেড (ভিইএ)।
পেরিস্কোপ হলো এমন একটি যন্ত্র, যা দৃষ্টির আড়ালে থাকা লক্ষ্য বস্তুকে দেখতে সাহায্য করে।
ইন্দিরা গান্ধি সেন্টার ফর অ্যাটোমিকরিসার্চ(আইজিসিএআর)-এর পরিচালক এস সি চেতল জানিয়েছেন, ‘ভারতের তৈরি এ পেরিস্কোপটিই দীর্ঘতম। এটি প্রটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরে ব্যবহৃত হবে। পরমাণু বিক্রিয়া কেন্দ্রের মধ্যে কি হচ্ছে সেটার দেখ-ভালের জন্যেই এ পেরিস্কোপ ব্যবহৃত হবে।’
পেরিস্কোপ নির্মাতা প্রতিষ্ঠান ভিইএ-এর পরিচালক জে বালু জানিয়েছেন, এ পেরিস্কোপ দূর নিয়ন্ত্রিত এবং এর মাধ্যমে ছবি জুম করে দেখাও সম্ভব হবে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment