
সংবাদমাধ্যমটি জানিয়েছে, পানির ওপরে হেঁটে বেড়ানো এ রোবটটি তৈরি করেছেন চীনের জেজিয়াং ইউনিভার্সিটির গবেষকরা।
গবেষকদের মতে, এ রোবটটি গোয়েন্দা মিশন, পানির দূষণ পরীক্ষাসহ বিভিন্ন কাজে লাগানো সম্ভব হবে।
সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, রোবটটিকে পানির ওপর ছেড়ে দেয়া হলে এটি স্থির হয়ে থাকতে পারে। এরপর সেটি দ্রুত ছুটতে বা থেমে যেতে পারে।
গবেষকরা জানিয়েছেন, পানির ওপরে মানুষের হেঁটে বেড়ানোর শখ বহুদিনের। তবে, সে শখ মেটানোর ক্ষমতা মানুষের নেই। কেবল কিছু পোকাই পানির ওপরে হাঁটতে পারে। সে পোকার অনুকরণেই তৈরি হয়েছে ১২ পা ওয়ালা এ রোবট।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালস অ্যান্ড ইন্টারফেসেস রিপোর্টস’ সাময়িকীতে।
জানা গেছে, এ রোবটটিতে যোগ করা হয়েছে দুটি ক্ষুদ্র মোটর। এ মোটর দুটি রোবটের পায়ে শক্তি যোগায় এবং রোবটের পা প্রপেলারের মতো কাজ করে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম