পেনিসিলিন, নভোযান, কম্পিউটার, এমনকি কৃত্রিম হৃদযন্ত্র-কত সব আবিষ্কার। মানুষের মাথা থেকেই বাস্তবে রূপ পেয়েছে এসব আবিষ্কার। তাহলে এত কিছু আবিষ্কারের পর মানুষের মস্তিষ্ক কি তার আবিষ্কার-ক্ষমতা হারিয়ে ফেলেছে? এ প্রশ্নের উত্তরে সম্প্রতি কয়েকজন বিজ্ঞানী দাবি করেছেন, মানুষের মস্তিষ্ক থেকে নতুন আর কিছু বের হওয়ার সম্ভাবনা নেই। তাঁদের ভাষ্য মতে, মস্তিষ্কের ওই ক্ষমতা পূর্ণ হয়ে গেছে। কারণ মস্তিষ্কের আবিষ্কারমুখো কোষগুলো ইতিমধ্যে সবটুকু ব্যবহার করা হয়ে গেছে। তবে তাঁরা স্বীকার করেন, ‘মানুষের মস্তিষ্ক বিশাল ক্ষমতাশালী। এ মস্তিষ্ককে পুরোপুরি কাজে লাগানো গেলে নব নব আবিষ্কার সম্ভব। কিন্তু এ কাজে যতটুকু শক্তি ও অঙ্েিজন দরকার, আমরা তা দিতে পারছি না।’ যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী মানবমস্তিষ্ক নিয়ে দীর্ঘদিন গবেষণা চালিয়ে এ দাবি করেছেন।
বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিদ্যা বিভাগের অধ্যাপক সিমন লাফলিন বলেন, ‘আমরা মস্তিষ্কের আবিষ্কারক্ষম শক্তিটুকুকে পুরোপুরি ব্যবহার করে ফেলেছি। বিস্ময়কর অনেক আবিষ্কারের মধ্য দিয়ে মস্তিষ্ক আমাদের চাহিদাটুকু যথাযথভাবে শেষ করেছে।’
তবে ওই বিজ্ঞানীদের এ দাবিকে আমলে না নিয়ে অন্য একটি দল বলছে, মস্তিষ্কের ভেতর কোষসমষ্টিকে নেটওয়ার্কের মতো কাজে লাগিয়ে ভিন্নতর একটি জায়গা তৈরি করা যেতে পারে, যেখানে মস্তিষ্কের অব্যবহৃত কোষগুলোকে কাজে লাগানো যাবে। সে ক্ষেত্রে মস্তিষ্কের শক্তির শেষ বলে কিছু নেই। অতি বুদ্ধিদীপ্ত লোকের মস্তিষ্কে এ ধরনের নেটওয়ার্ক তৈরি করা যেতে পারে বলে তারা মন্তব্য করে। একই বিশ্ববিদ্যালয়ের গবেষক ইদ ব্লুমোর বলেন, মস্তিষ্ক সব সময় কল্পনাপ্রবণ। এর বেশির ভাগ কোষ সুদক্ষ ও কার্যকর, যা থেকে ভিন্ন ভিন্ন আরো উদ্ভাবন করা সম্ভব। সে ক্ষেত্রে আগামী দিনে আরো কত কত আবিষ্কারের পথে মস্তিষ্ক উন্মুখ হয়ে আছে, তা কে জানে?
সূত্র : ডেইলি মেইল অনলাইন।
কালের কণ্ঠ
0 comments:
Post a Comment