ইসরাইলের গবেষকরা আশকেনাজি জুইস এলাকার ৯৫ থেকে বেশি বয়সের লোকজনের ওপর গবেষণা চালিয়ে দেখেছেন, সাধারণ জনগণের তুলনায় তাদের জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসের মান কোনভাবেই উন্নত নয়। তবু তারা বহুদিন বাঁচেন। আমেরিকান জেরিঅ্যাট্রিকস সোসাইটির জার্নালের অনলাইন সংস্করণে প্রকাশিত এ গবেষণায় আরো বলা হয়েছে, বরং দীর্ঘজীবন লাভ করেছেন এমন লোকজন মদ্যপানে এবং গড় আয়ুর লোকজনের তুলনায় কম ব্যায়ামে অভ্যস্ত।
ইয়েশিভা ইউনিভার্সিটির অ্যালবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিনের এজিং রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ও সিনিয়র লেখক নির ব্রাজিলাই বলেন, গবেষণায় দেখা গেছে, অস্বাস্থ্যকর ও অনুন্নত জীবনযাপন সত্ত্বেও এসব লোকের দীর্ঘদিন বাঁচার পেছনে সম্ভবত জীনই ক্রিয়াশীল। গবেষকরা আশকেনাজি জুইস এলাকার ৯৫ থেকে ১২২ বছর বয়সী ৪৭৭ জনের ওপর গবেষণা চালান। এদের মধ্যে ৭৫ শতাংশ নারী। দীর্ঘজীবনের রহস্য উদঘাটনে গবেষণা চালিয়ে যাওয়ার জন্য তাদের তালিকাভুক্ত করা হয়। নির্দিষ্টভাবে এই এলাকার লোকজনকে বেছে নেয়ার কারণ অন্য জনগোষ্ঠীর তুলনায় তাদের জেনেটিক্যাল সাদৃশ্য বেশি।
এদিকে গবেষকরা দেখেছেন, দীর্ঘজীবন লাভকারী ২৪ শতাংশ লোক মদ্যপান করে। অন্যদিকে সাধারণ জনগণের মধ্যে এ হার ২২ শতাংশ।
ইত্তেফাক
0 comments:
Post a Comment