
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ফিলিপস তাদের নতুন এ বৈদ্যুতিক ব্রাশটির নাম দিয়েছে ‘সনিকেয়ার ডায়মন্ড ক্লিন’। ব্রাশটিকে ফিলিপস কর্তৃপক্ষ বলছে ‘ টুথব্রাশের আইপড’।
ফিলিপস কর্তৃপক্ষের দাবি, ‘সনিকেয়ার ডায়মন্ড ক্লিন’ ব্রাশটি সবচেয়ে আধুনিক ব্রাশ। এর চার্জারটি অ্যাডাপ্টারের মতো কাজ করে তাই যে কোনো সকেট থেকেই ইউএসবি কেবলের সাহায্যে এটি চার্জ দেয়া যায়।
জানা গেছে, প্লাস্টিকের কেসসহ ব্রাশটি কিনতে ২৫০ পাউন্ড খরচ হবে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/