সংবাদমাধ্যমটি জানিয়েছে, সিমন নিগাস মাইক্রোসফট ইউকে-এর জেনারেল ম্যানেজার পদে ছিলেন। কিন্তু বেরসিক মাইক্রোসফট তার অনুভূতিটা বোঝেনি। ২০০৯ সালের জুলাই মাসে আটলান্টায় যুক্তরাজ্যের বোর্ড মেম্বারদের সভায় এক নারী সহকর্মীকে সবার সামনেই চুমু খেয়েছিলেন তিনি। সে ঘটনার জের ধরে সেপ্টেম্বর মাসে তাকে চাকরিচ্যুত করে মাইক্রোসফট। এ ঘটনার পর চলতি বছরের ৩ আগস্ট মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা ঠুকেছেন তিনি।
এদিকে সিমনকে চাকরিচ্যুত করার নিয়ে মাইক্রোসফটের অভিযোগ হলো, ‘নিগাস চুমু খেয়েও সে ঘটনা দিব্যি অস্বীকার করেছে। তার চরিত্রের এই অসৎ দিকটির কারণেই তার প্রতি মাইক্রোসফটের বিশ্বাস নষ্ট হয়েছে।’
তবে, সাম্প্রতিক এ মামলা বিষয়ে সিমন নিগাস এবং মাইক্রোসফটের পক্ষ থেকে আর কোনোকিছু জানানো হয়নি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment