কারণ, এই প্রেমপত্র ১৯৫৮ সালে পোস্ট করা। আর কাঙ্খিত ঠিকানায় পৌঁছেছে ৫৩ বছর পর।
"চিঠিটি মুরের ঠিকানায় পোস্ট করা হয়েছিল ২০ ফেব্র"য়ারি ১৯৫৮ সালে। কিন্তু অবাককান্ড, গত সপ্তাহে তা মেইল রুমে এসে পৌঁছায়," বলেন, পেনসেলভানিয়ার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ক্রিস্টিনি কিনডল।
তার কথাতেই জানা গেলো, বৃহস্পতিবার মুরকে খুঁজে পাওয়া গেছে, তার বয়স এখন ৭০। থাকেন ইন্ডিয়ানাপোলিসে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার হদিস বের করেছে।
কিনডল বলেন, "আমরা তার কাছে চিঠিটি পাঠিয়েছি। চিঠির সঙ্গে 'তোমাকে চাই' লেখা একটি টি-শার্টও ছিল। ওটাও পাঠানো হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/
0 comments:
Post a Comment