বিশ্বের সাশ্রয়ী দেশ গুলোর মধ্যে ঢাকার অবস্থান এবার দশ। জীবন যাত্রার ব্যায়ের কমের দিক হতে ঢাকার এ অবস্থান। আর সবচেয়ে ব্যয় বহুল শহরের তালিকায় এবারও প্রথমে আছে জাপানের টোকিও শহর।
বিশ্বখ্যাত ইকোনমিস্ট ইন্টেলিজেন্ট ইউনিটের (ইআইইউ) সর্বশেষ জরিপে এসব তথ্য বেরিয়ে এসেছে। বিশ্বের ৯৩টি দেশের ১৪০টি শহরের ওপর এই জরিপ চালানো হয়। এতে ১৬০ ধরনের পণ্য ও সেবার মূল্য বিবেচনায় নেওয়া হয়েছে। ইআইইউ প্রতিবছর এই জরিপ পরিচালনা করে থাকে। প্রসঙ্গত, খ্যাতনামা ইকোনমিস্ট পত্রিকার একটি সহযোগী সংস্থা হচ্ছে ইআইইউ। বিশ্বের অর্থনীতি, বিনিয়োগ ও ব্যবসা সম্পর্কিত বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে থাকে সংস্থাটি।
মূলত গত দুবছরে জাপানি মুদ্রা ইয়েন শক্তিশালী হওয়ায় শহরটি সবচেয়ে ব্যয়বহুলে পরিণত হওয়ার কারনেই মুলত জাপানের টোকিও প্রথম ও সর্বোচ্চ ব্যয়বহুল শহর হিসাবে এবারও জরিপে চলে এসেছে। প্রলয়ঙ্করী ভূমিকম্প, সুনামি ও পারমাণবিক বিদ্যুকেন্দ্রে বিস্ফোরণের মতো মানবিক ও অর্থনৈতিক ক্ষতি সত্ত্বেও চলতি বছর দেশটিতে জীবনযাত্রার ব্যয় বেড়েছে বলে জরিপ প্রতিবেদনে উল্লেখ করা হয়।
রওয়ের রাজধানী অসলো এবারও দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল শহর। জাপানের ওসাকা শহর চার থেকে তৃতীয় অবস্থানে উঠে এসেছে। ফ্রান্সের রাজধানী প্যারিস গতবার তৃতীয় থাকলেও এবার চার নম্বরে নেমেছে। তালিকায় ৭ থেকে ৫ নম্বরে উঠে এসেছে সুইজারল্যান্ডের জুরিখ। জীবনযাত্রার ব্যয়ের দিক থেকে শীর্ষ অন্য শহরগুলোর মধ্যে অস্ট্রেলিয়ার সিডনি ষষ্ঠ, একই দেশের মেলবোর্ন সপ্তম, জার্মানির ফ্রাঙ্কফুট অষ্টম, সুইজারল্যান্ডের জেনেভা নবম ও সিঙ্গাপুর দশম স্থানে রয়েছে।
কম খরচের দিক থেকে প্রথম ১০টি শহরের ৪টিই আবার ভারত উপমহাদেশের। এর তালিকায় প্রথমে রয়েছে পাকিস্তানের করাচী শহর। এছাড়া ক্রমানুসারে তিউনিসিয়ার রাজধানী তিউনিস দ্বিতীয়, ভারতের মুম্বাই তৃতীয়, ইরানের তেহরান চতুর্থ, ভারতের নয়াদিল্লি পঞ্চম, সৌদি আরবের জেদ্দা ষষ্ঠ, আলজেরিয়ার আলজিয়ার্স সপ্তম, পানামার পানামাসিটি অষ্টম, ফিলিপাইনের ম্যানিলা নবম ও ঢাকা দশম স্থানে রয়েছে। প্রতি বছর ইআইইউর জরিপে ১৬০টি পণ্য ও সেবার মূল্য সম্পর্কিত তথ্য নেওয়া হয়। আর এ জরিপ গুলো করা হয় খাদ্য ব্যয় থেকে শুরু করে টয়লেট্রিজ, পোশাক, যাতায়াত ও ইউটিলিটি ব্যয়সহ আরও একাধিক তথ্য এতে অন্তর্ভুক্ত করা হয় এবং ইউনিট মূল্য ধরা হয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের মূল্যকে ভিত্তি করে।
সবচেয়ে বেশী ব্যায়ের শহর টোকিওর সূচক হল ১৬১ এবং কম ব্যায়ের শহর করাচীর সূচক ৪৫। বাংলাদেশের রাজধানী ঢাকার সূচক ৬২। এ সূচক গত বছর ছিল ৬১। এর অর্থ দাড়ালো যে গত বছরের তুলনায় এবছর ঢাকার জীবনযাত্রার ব্যয় একটু বৃদ্ধি পেযেছে।
তথ্য ও সূত্র: বেঙ্গলি টাইমস এবং ইকোনমিস্ট ইন্টেলিজেন্ট ইউনিট
0 comments:
Post a Comment