বিশ্বকাপের সাংগঠনিক কমিটির সভাপতি জোয়ানা হাভেল্যাঞ্জ বলেছেন, ‘এক বছর আগে এ অনুষ্ঠানটির পরিকল্পনা শুরু করা হয়েছিল। শেষ দুই মাসে আমরা সবকিছু প্রস্তুত করেছি। আমরা আশা করছি, এটা খুবই দারুণ একটা অনুষ্ঠান হবে। আর আমরা সবাইকে দেখাতে পারব যে বিশ্বকাপ আয়োজনের জন্য ব্রাজিল পুরোপুরি প্রস্তুত।’ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা রোনালদো, বর্তমান তারকা নেইমার ও গানসোসহ ব্রাজিলের মোট ১০ জন সাবেক ও বর্তমান খেলোয়াড় এ অনুষ্ঠানটিতে উপস্থিত থাকবেন। এ ছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ক, ফ্রান্সের লরেন্ত ব্লা, ইংল্যান্ডের ফ্যাবিও ক্যাপেলোসহ মোট ৩৮টি দেশের কোচও।
বিশ্বকাপের এ প্রাথমিক পর্বে খেলা হবে মোট ৮২৪টি। এসব খেলা শেষে ২০১৩ সালের নভেম্বরে জানা যাবে কোন ৩১টি দেশ সুযোগ পাবে চূড়ান্ত আসরে খেলার। রয়টার্স।প্রথম আলো
0 comments:
Post a Comment