‘দি অ্যামিটিভিল হরর’ ছবির একটি দৃশ্যে সেই বাড়ি
উপনিবেশ ঘরানার ১০ কক্ষের বাড়িটি যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের টমস রিভারের ১৮ ব্রুকস রোডে অবস্থিত। ১৯২০ সালে এটি নির্মাণ করা হয়।
১৯৭৮ সালে প্রথম মুক্তি পায় অ্যামিটিভিল হরর। ছবিটির শুটিংয়ের জন্য বাড়িটি বিপুল খরচায় নতুন করে জাঁকজমকভাবে সাজানো হয়েছিল। শুটিংয়ের জন্য মূল বাড়ির আদলে বাইরে নির্মাণ করা হয়েছিল আরেকটি বাড়ি। বাড়ির মালিকের দাবি, এই বাড়িতে প্রেতাত্মারা ঘোরাফেরা করত।
অ্যামিটিভিলের মূল বাড়িটি আলোচনায় আসে ১৯৭৪ সালের ১৩ নভেম্বর। পুলিশ এদিন ওই বাড়ি থেকে মা-বাবা ও তাঁদের চার সন্তানের লাশ উদ্ধার করে। তাঁদের সবাইকে গুলি করে হত্যা করা হয়েছিল। এ ঘটনার পর ১৯৭৫ সালের ডিসেম্বরে জর্জ ও ক্যাথি লুতজ দম্পতি তাঁদের তিন সন্তান নিয়ে ডাচ উপনিবেশ আমলের মতো বিশাল এই বাড়িতে গিয়ে ওঠেন।
বাড়িটির এই ভৌতিক গল্প নিয়ে দি অ্যামিটিভিল হরর: অ্যা ট্রু স্টোরি নামে একটি বই লেখা হয়। বইটি ১৯৭৭ সালে সর্বোচ্চ বিক্রি হয়। এরপর এর কাহিনি নিয়ে বানানো হয় একাধিক চলচ্চিত্র। অস্কারে মনোনয়ন পাওয়া ছাড়াও ছবিটি বক্স অফিসে আট কোটি ৬০ লাখ ডলার আয় করে।
আলোচিত এই বাড়ির বর্তমান মালিক ওডালিস ফ্রাগাসো ও তাঁর চিকিৎসক স্বামী জোসে। বাড়িটি বিক্রির ঘোষণা দিয়ে তাঁরা বলেছেন, ‘এটি ভূতপ্রেতের আস্তানা নয়, সুন্দর একটা বাড়ি।’ ডেইলি মেইল।প্রথম আলো
0 comments:
Post a Comment