সম্প্রতি সুইডেনে এ বিষয়ে গবেষকদের এক সভা হয়েছে। সেখানে চিকিৎসকরা বলেছেন, দাঁতের ফাঁকের জীবাণুর কারণে মাঢ়িতে নানা ধরনের রোগ হয়ে থাকে। আর মাঢ়ির রোগের কারণে গর্ভধারণ হয়ে ওঠে খুবই ঝুঁকিপূর্ণ। যেসব নারী দাঁত, মাঢ়ি, চোয়াল ও জিহ্বার রোগে আক্রান্ত তাঁদের গর্ভধারণের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন চিকিৎসকরা। তাঁরা বলছেন, স্বাভাবিকভাবে যে সময় গর্ভধারণ করার কথা, মাঢ়ির রোগের কারণে ওই সময় থেকে দুই মাস দেরি হয়ে যেতে পারে। এর ফলে নারীদের শারীরের স্বাভাবিক কর্মশক্তি হ্রাস পায়।
সম্প্রতি অস্ট্রেলিয়ায় এক গবেষণায় দেখা গেছে, সাড়ে তিন হাজারেরও বেশি নারী এই মাঢ়ির রোগে আক্রান্ত। এ বিষয়ে গবেষকদলের প্রধান ও ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রজার হার্ট বলেন, ‘এখন পর্যন্ত নতুন এ গবেষণার কোনো প্রতিবেদন প্রকাশ করা হয়নি। তবে মাঢ়ির রোগ কোনো নারীর গর্ভধারণের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আমরা আমাদের গবেষণার প্রথম প্রতিবেদনে পরামর্শ দিয়েছি, গর্ভধারণ করতে চান_এমন নারীদের আবশ্যিকভাবে দাঁতের যত্ন নিতে হবে।’
0 comments:
Post a Comment