
Alexander the Great ছিলেন একসময়কার প্রচন্ড ক্ষমতাশালী সম্রাট। কিন্তু তার দম্ভ একসময় ছাড়িয়ে যেতে চায় স্বর্গ রাজ্যকেও। সে নিজেকে দেবতাদের সমকক্ষ ভাবতে শুরু করেন, এরই ফলস্রুতিতে সে তার রাজধানীতে নিজের বিশাল আকৃতির মূর্তী তৈরি করেন ১৩টি। তখনকার সময় তার জনগন ১২ মাসের জন্য ১২জন দেবতাকে পূজা করতো। তাই Alexander the Great এর মৃত্যুর পর লোকজন ভাবতে শুরু করেছিলো Alexander the Great ১৩ নাম্বার দেবতা ছিলো আর তাই তার মৃত্যু হয়েছে। এর পর থেকেই এই ১৩কে আনলাকি বিবেচনা করা হয়। (অসমর্থিত সূত্র)











