১। ট্রেন
১৯২০সালের ট্রেনটির ৫৮ × ১৮ × ১৩ সেন্টিমিটার মাপের এই মডেলটি তৈরি করতে সময় লেগেছে এক বছর, আর এতে ব্যবহার করা হয়েছে ৮০০টি টুথপিক।
২। জাহাজ
পালতোলা এই জাহাজটির সাইজ ৫৭ × ৫৬ × ১৩ ইঞ্চি। ২৫,০০০টিরও বেশি টুথপিক লেগেছে এই মডেলটি তৈরি করতে। ১৯৯১ সালে এটির তৈরির কাজ শুরু হয়, কাজ যখন শেষ হয় তখন ক্যালেন্ডারের পাতা ১৯৯৩এর ঘরে।
৩। ঘোড়া
একবার অনুমান করুনতো এই ঘোড়াটি তৈরি করতে কতটি টুথপিক লাগতে পারে? মাত্র দেড় মিলিয়ন টুতপিক লেগেছে এই কর্মসাধন করতে। ৮ বর্গ মিটারের এই ত্রিমাত্রিক টুথপিক কর্মটি ২০০৭ সালে ৪০দিনে তৈরি হওয়ার সাথে সাথেই তা GuinnessWorldRecords এ সবচেয়ে বড় ত্রিমাত্রিক টুথপিক চিত্র হিসেবে স্থান করে নেয়।
৪। কাবাঘর
৫। নিউওর্ক সিটির
নিউওর্ক সিটির ১.৪ মাইল লম্বা যায়গার টুথপিক রেপ্লিকাটি তৈরি হয়েছে ২১ ফুট যায়গায়। ৫০,০০০টি টুথপিক দিয়ে এই মডেল তৈরিতে সময় লেগেছে এক মাস।
৬। সিডনি অপেরা হাউস
এই অপেরা হাউসটি তৈরিতে ব্যবহার হয়েছে ৩৫,০০০টি টুথপিক।
৭। তাজমহল
১৫,০০০ টি টুথপিক ব্যবহার করা হয়েছে এই তাজমহলটি তৈরি করতে।
৮। “পিটার’স স্কয়ার”
ভেটিকান সিটির পিটার’স স্কয়ারের ১০ ফুট লম্বা এই রেপ্লিকা তৈরিতে সময় লেগেছে ৩ মাস। প্রায় ১,৫০,০০০টি টুথপিক লেগেছে এটি তৈরিতে।
বিজ্ঞান প্রযুক্তি
0 comments:
Post a Comment