“এতিমকে তার প্রাপ্য বুঝিয়ে দাও”
সুরা ;আন্ নিসা, আয়াত-২
“To orphans restore their property”
“…দয়ালু ব্যক্তি রাগ সংবরণ এবং মানুষের প্রতি ক্ষমা প্রদশন করে…”
সুরা ;আল-ইমরান, আয়াত-১৩৩-১৩৫।
“…Those who are generous hold back their anger and forgive people…”
“…নামাজ কায়েম কর, নিয়মিত দান কর এবং অবনত হও তাদের সাথে যারা নামাজে অবনত হয়”
সুরা ; বাকারা, আয়াত- ৪৩।
“Be steadfast in prayer, practice regular charity and bow down your heads with those who bow in worship”
“…তো্মরা একে অপরকে অপবাদ দিও না এবং উপহাস করে মন্দ নামে ডেকো না…”
সুরা ;আল-হুজরাত, আয়াত-১১।
“…Do not defame one anther nor call each other by insulting names…”
“চলাফেরায় সংযত হও; নিম্নসব্রে কথা বল, নিঃসন্দেহে গাধর সরই সবাপেক্ষা ককশ”
সুরা; লো্কমান, আয়াত-১৯।
0 comments:
Post a Comment