বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গ্রন্থাগার ‘ব্রিটিশ লাইব্রেরি’। বিখ্যাত এই গ্রন্থাগারে বইয়ের সংখ্যা এক কোটি ৮০ লাখ। লন্ডনে অবস্থিত এই গ্রন্থাগারটি প্রতিষ্ঠিত হয় ১৭৫৩ সালে।
লিওনার্দো দ্য ভিঞ্চির নোটবুক দ্য কডেক্স হ্যামার ১৯৯৪ সালে দুই কোটি ৮৮ লাখ ডলার দিয়ে নিলাম থেকে কেনেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। এটি এ যাবৎকালে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া কোনো পাণ্ডুলিপি। এই পাণ্ডুলিপিটিতে দ্য ভিঞ্চির বিভিন্ন বৈজ্ঞানিক ড্রয়িং সন্নিবেশিত রয়েছে।
গোটেনবার্গ বাইবেল পৃথিবীর প্রথম মুদ্রিত গ্রন্থ। এটি ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৫৩ লাখ ৯০ হাজার ডলার দরে নিলামে ওঠে এবং বিক্রি হয়ে যায়।
ভিন্নধর্মী গ্রন্থাগার
কেনিয়াতে উটের পিঠের এক ভিন্নধর্মী গ্রন্থাগার প্রচলিত রয়েছে। এই গ্রন্থাগারে তিনটি উট ব্যবহূত হয়। একটি উটের পিঠে বই থাকে। অপর উটটি ব্যবহূত হয় বই পড়ার জন্য। আরেকটি উটের পিঠে থাকে তাঁবু। পৃথিবীর অনেক জায়গায়ই নৌকা ও বাইসাইকেলে গ্রন্থাগারের প্রচলন দেখা যায়।
বিশ্বে সবচেয়ে বেশি চলচ্চিত্র নির্মিত হয় ভারতে। এক হিসাবে দেখা গেছে, দেশটিতে বছরে ৯৪৬টি চলচ্চিত্র বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ২০০৪ সালে প্রকাশিত সর্বশেষ হিসাব থেকে এই সংখ্যা নেওয়া হলেও বর্তমানে এর পরিমাণ আরও বেশি। ভারতের পরেই সর্বোচ্চ চলচ্চিত্র মুক্তি পায় মার্কিন যুক্তরাষ্ট্রে। এর সংখ্যা ৬১১। তবে সর্বোচ্চ চলচ্চিত্র মুক্তি পাওয়া দেশের তালিকার তৃতীয় স্থানে চীনের মতো একটি বৃহৎ দেশকে পেছনে ফেলে উঠে এসেছে জাপান। জাপানে মুক্তি পায় ৩১০টি সিনেমা। এর পরই চীনের অবস্থান। এশিয়ার বৃহত্তম ও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশে বছরে ২১২টি চলচ্চিত্র মুক্তি পায়।
বিশ্বে চলচ্চিত্রের সবচেয়ে বেশি দর্শকও ভারতে। ভারতে প্রতিবছর প্রায় তিন হাজার ৪০০ মিলিয়নেরও বেশি দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে চলচ্চিত্র উপভোগ করেন।
বিশ্বে সবচেয়ে বেশি প্রেক্ষাগৃহ আছে চীনে। দেশটিতে প্রায় ৩৮ হাজার ৪৯৬টি সিনেমা হল রয়েছে।
চলচ্চিত্রে সর্বোচ্চ বিনিয়োগকারী দেশগুলোর তালিকার শীর্ষ দশে যুক্তরাষ্ট্র ছাড়াও রয়েছে জাপান, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, স্পেন, ইতালি, দক্ষিণ আফ্রিকা, কানাডা ও অস্ট্রেলিয়ার নাম।
১৯৮২ সালে ব্রিটেন থেকে মুক্তি পাওয়া বিখ্যাত চলচ্চিত্র গান্ধীতে প্রায় দুই লাখ অতিরিক্ত শিল্পী বিনা পারিশ্রমিকে কাজ করেছিলেন। এঁরা সবাই একটি বিশেষ দৃশ্যে অভিনয় করেছিলেন। দৃশ্যটি ছিল মহাত্মা গান্ধীর শেষকৃত্যের।
১৯৫৬ সালে মুক্তিপ্রাপ্ত অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইট্টি ডেজ চলচ্চিত্রে অভিনয় করেছিল প্রায় আট হাজার ৫৩৮টি পশু। এসব পশুর মধ্যে ভেড়া তিন হাজার ৮০০, মহিষ দুই হাজার ৪৪৪, গাধা ৯৫০, ঘোড়া ৮০০, বানর ৫১২, ষাঁড় ১৭ ও হাতি ১৫টি।
সূত্র: বুক অব ফ্যাক্টস
ভাষান্তর: তানজিলা ইউছুফজাই
সুত্র: প্রথম আলো
0 comments:
Post a Comment