এই গরমে খেতে হবে অল্প পরিমাণে। আধপেটা খেয়ে কি উঠে যেতে হবে? তা কেন। অল্প করে বারবার খান। নিরোগ যাঁরা সকালের খাবারে একটু মিষ্টি রাখুন, কিংবা ফলের রস। কর্মক্ষমতা বেড়ে যাবে অনেক।
দুপুরের খাবারে সালাদ রাখুন নিত্যদিন। সালাদের খনিজ উপাদান রক্তের ঘনত্ব কমিয়ে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করবে।
ত্বকের পোড়া ভাব দূর করতে সবুজ চা খুব উপকারী। খেতে পারেন এক চামচ পেঁয়াজের রস। সূর্যরশ্মিতে ত্বকের কোষে যে ক্ষত হয়, সেটি সারিয়ে তুলতে পেঁয়াজের রস খুব কার্যকর।
এ সময়টায় ঝাল খাবার খাওয়ার অভ্যাস করুন। ঝাল শরীরকে সাময়িক উষ্ণ করে শীতল করতে সাহায্য করবে।
গরম আবহাওয়ায় শরীর থেকে অতিরিক্ত জল বের হয়ে যায়। প্রয়োজনীয় চাহিদা মেটাতে দৈনিক আট থেকে দশ গ্লাস জল পান করুন।
দৈনিক খাবারের তালিকায় গরু ও খাসির মাংসের পরিমাণটা কমিয়ে দিন। মাছ খান প্রচুর। কোনো বাধা নেই।
এড়িয়ে চলুন অতিরিক্ত ঠান্ডা খাবার আর কোমল পানীয়। এটি হজমে যেমন বিরূপ প্রভাব ফেলে, তেমনি শরীরের নিজস্ব তাপ নিয়ন্ত্রণ-প্রক্রিয়াকেও বাধাগ্রস্ত করে।
সিদ্ধার্থ মজুমদার
সূত্র: প্রথম আলো
0 comments:
Post a Comment