সিঙ্গাপুরে ভূমিস্বল্পতার কারণে ৮০ শতাংশেরও বেশি লোক সরকারি অ্যাপার্টমেন্টে বাস করে। আধুনিকতা আর উৎকর্ষের চূড়ায় অবস্থান নগররাষ্ট্রটির। তার পরও লিফটে মলমূত্র ত্যাগের মতো কিছু বাজে অভ্যাস কিছু সিঙ্গাপুরির মধ্যে রয়ে গেছে। এতে চরম ক্ষুব্ধ অ্যাপার্টমেন্টের সাধারণ বাসিন্দারা। এই বাজে অভ্যাস প্রতিরোধে সরকার দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছে। কিন্তু কিছু লোক কিছুতেই নোংরা অভ্যাস থেকে বেরিয়ে আসতে চাইছে না।
দেশটির একটি নগর কাউন্সিল সম্প্রতি একটি নোটিশ জারি করেছে। নোটিশে বলা হয়েছে, কাউন্সিলের হাতে কিছু ছবি এসেছে। তাতে দেখা গেছে, এক নারী লিফটে প্রস্রাব করছেন। আরেকটি লিফটে একজন পুরুষ লোককে ধূমপান করতে দেখা গেছে। গোপন ক্যামেরার মাধ্যমে দৃশ্য দুটি ধারণ করা হয়।
নোটিশ জারি করে ট্যামপাইনস টাউন কাউন্সিল সতর্ক করে বলেছে, এ ধরনের সমাজবিরোধী কর্মকাণ্ড অব্যাহত থাকলে তারা সংশ্লিষ্ট ব্যক্তির ছবি জনসমক্ষে প্রকাশ এবং অপরাধের পক্ষে প্রমাণ হিসেবে জনস্বাস্থ্য আইনের আওতায় বিচারের জন্য আইনজীবীদের কাছে এই ছবি হস্তান্তর করবে।
১৯৬০-এর দশকে সিঙ্গাপুরে ব্যাপকভাবে সরকারিভাবে অ্যাপার্টমেন্ট তৈরি শুরু হয়। কিন্তু এর আগে অনেক সিঙ্গাপুরি বস্তিতে বসবাস করত। সেখানে পানির ব্যবস্থা ছিল না। নোংরা পরিবেশেই ছিল তাদের বসবাস। ফলে যখন সরকারি অ্যাপার্টমেন্টে তারা উঠল, তখন আর পুরোনো কিছু বাজে অভ্যাস ছাড়তে পারেনি অনেকেই।
জো নিও (৪০) নামের এক গৃহিণী বলেছেন, ‘মাঝেমধ্যে লিফটে মলও দেখতে পাওয়া যায়।’ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মানুষের কাণ্ডজ্ঞানের কী ঘটেছে?’ এএফপি।
0 comments:
Post a Comment