1 / 1
মানুষ বিহীন মহাশূন্যযানের সাহায্যে একটি গ্রহাণুকে চাঁদের কাছাকাছি টেনে এনে গবেষণা করার প্রকল্প হাতে নিয়েছে নাসা। খবর ভিত্তিক ওয়েবসাইট ইয়াহু নিউজ জানিয়েছে, শুক্রবার যুক্তরাষ্ট্রের একজন সিনেটর, বিল নেলসন এই ঘোষণা দেন।
পরিকল্পনা অনুযায়ী, ২০১৯ সালের মধ্যে একটি গ্রহাণু সংগ্রহ করা হবে যা দৈর্ঘ্যে ২৫ ফুট এবং ওজনে ৫০০ টন হবে। এরপর ২০২১ সাল থেকে অরিয়ন স্পেস ক্যাপসুলে চারজন বিজ্ঞানী থেকে গ্রহাণুটি পরীক্ষা-নিরীক্ষা করবেন।
নেলসন জানান, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বারাক ওবামা এই প্রকল্প চালু করতে ১০ কোটি মার্কিন ডলার বাজেট নির্ধারণ করেছেন। এই অর্থ দিয়ে একটি গবেষণা উপযোগী গ্রহাণু খুঁজে বের করা হবে।
মহাকাশ থেকে এই গ্রহাণুকে টেনে আনার জন্য মহাকাশযানটিতে উচ্চ প্রযুক্তির সৌরশক্তি চালিত ইঞ্জিনের প্রয়োজন হবে। এই কাজে নভোচারী পাঠানোর জন্য একটি বড় রকেট এবং অরিয়ন ক্যাপসুল নির্মাণ করা হচ্ছে।
পৃথিবীর কাছাকাছি ঘুরে বেড়াচ্ছে হাজার হাজার গ্রহাণু। আপাত দৃষ্টিতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে, এদের ভেতর থেকে সঠিক গ্রহাণুটি খুঁজে বের করা।
0 comments:
Post a Comment