বহু মূল্যবান ঘড়িটি তৈরি করেছে বিখ্যাত সুইস ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান হাবলট। গতকাল বৃহস্পতিবার সুইস নগর বাসেলে বিশ্বের সবচেয়ে ঘড়ি প্রদর্শনীতে এই ঘড়ি প্রদর্শন করা হয়। হাবলট জানায়, ১৭ জন কর্মী ১৪ মাস খেটে ঘড়িটি তৈরি করেছেন।
হাবলটের প্রেসিডেন্ট জাঁ-ক্লদ বিভার বলেন, ঘড়ির উপরিভাগের আয়তন সীমিত হওয়ায় এর চেয়ে দামি ঘড়ি তৈরি করা খুব কঠিন হবে। কিছু ব্যক্তি এরই মধ্যে ঘড়িটি কিনতে আগ্রহ প্রকাশ করেছেন। এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। এএফপি ও বিবিসি।
0 comments:
Post a Comment