কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিনেসোটার একদল গবেষক বলেছেন, সিগারেটের ধোঁয়ায় পুরুষের চেয়ে নারীর স্বাস্থ্যঝুঁকি ২৫ শতাংশ বেশি।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে বলা হয়, র্যাচেল হাক্সলের নেতৃত্বে ইউনিভার্সিটি অব মিনেসোটার একদল গবেষক তাদের গবেষণায় দেখেছেন, সাধারণত দেখা যায়, পুরুষদের চেয়ে নারীরা কম সিগারেট খান। কিন্তু ওই কম পরিমাণ খাওয়াতেই তাঁদের স্বাস্থ্য পুরুষদের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
গবেষকেরা জানান, নারী নিজে ধূমপান করুন বা অন্য কোনো ধূমপায়ীর সঙ্গে থাকুন—দুই ক্ষেত্রেই পুরুষের চেয়ে তিনি বেশি ঝুঁকিতে থাকেন। গবেষকদের মতে, শারীরিকভাবে নারীরা পুরুষদের চেয়ে একটু বেশিই স্বাস্থ্যঝুঁকিতে থাকেন। গবেষণাকর্মটি দ্য ল্যানচেট চিকিত্সা সাময়িকীতে প্রকাশিত হয়েছে। prothom-alo
0 comments:
Post a Comment